খালেদা জিয়াকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৩, ০২:৫৯ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ দুই মাসের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ যাত্রায় আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হচ্ছে তাকে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

এদিকে চিকিৎসকদের সূত্রে জানা গেছে, বুধবার (৯ আগস্ট) রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার স্বস্থ্যের কিছু পরীক্ষা করানো হয়। পরে পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে তার চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়।

সূত্রে আরও জানা গেছে, আজ খালেদা জিয়ার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তারপর সন্ধ্যায় দিকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসবেন। সেখানে পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 
 
মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষা চলছে। কয়েকদিন না গেলে তো উনার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা যাচ্ছে না।’ 

তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে। এখন মেডিকেল বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ‘ম্যাডাম তো হাসপাতালে আছেন। উনার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা বলতে পারবেন। এখানে তো টেকনিক্যাল কিছু বিষয় আছে। যেগুলো আমরা বুঝতে পারি না।’ 

এর আগে গতকাল রাত ৭টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেল ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন।

এর আগে গত ১৩ জুন রাতে এই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তখন পাঁচ দিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

বন্দি অবস্থায় ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার বিভিন্ন অসুস্থতায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

‘বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে’- এ দুই শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন খালেদা জিয়া।

বুইউ