নির্বাচনী প্রচারণায় দুপক্ষের সংঘর্ষ, ইশরাক  আহত

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২০, ০২:০৩ পিএম

রাজধানীর টিকাটুলীতে প্রচার চালানোর সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। দুপুর ১টার পর রাজধানীর টিকাটুলী এলাকায় এই ঘটনা ঘটে। এতে ইশরাকসহ অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন। ইশরাক হোসেন পায়ে আঘাত পেয়েছেন।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা দক্ষিণ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম জানান, ইশরাক হোসেনের প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

দুপুর ১টার দিকে গণসংযোগে এ হামলা চালানো হয়। এতে প্রার্থীসহ বেশ কয়েকজন সাংবাদিক এবং বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এদিন বেলা সাড়ে ১১টায় প্রচারণা শুরু করে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে দিয়ে গণসংযোগে যাওয়ার সময় রাস্তার দুপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

এ সময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে দুগ্রুপের ইটপাটকেল নিক্ষেপ ও রড-লাঠিসোটা নিয়ে সংঘর্ষ চলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের তখন চোখে পড়েনি। প্রায় আধা ঘণ্টা পর তারা এলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বর্তমানে ইশরাক গোপীবাগে তার বাসায় অবস্থান করছেন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

এ ঘটনায় আহত নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ জানান, ইটের আঘাতে তার মাথা ফেটে গেছে। তিনি এখন সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।

ইশরাকের নির্বাচনী প্রচারে থাকা ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, আমরা মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচার শেষ করে টিকাটুলীর দিকে ঢোকার পথে হঠাৎ করে একটি নির্মাণাধীন ভবন থেকে ইট, লাঠিসোটা দিয়ে আমাদের ওপর হামলা হয়। আমরা প্রতিহত করতে গেলে আমাদের ওপর অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়া হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর এই হামলা চালিয়েছে। এতে আমাদের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের পায়ে ইটের আঘাত লেগেছে। তিনিসহ আমাদের ১৫-২০ জন আহত হয়েছেন।
 
হামলার ঘটনার সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরআর/এনএনআর