নগরভবনকে দুর্ণীতিমুক্ত না করা গেলে নগরবাসীর উন্নয়ন নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
শুক্রবার ২৪ জানুয়ারি দিনব্যাপী পুরান ঢাকার বিভিন্ন এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগকালে পথসভায় তিনি একথা বলেন। দিনব্যাপি মিলন ঢাকা দক্ষিণ সিটির ধলপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, শনিরআখড়া, কুতুবখালী, শেখদি, ডেমরা, হাজী নগর, বাশেরপুল, মাতুইয়াল, ষ্টাফকোয়াটার, সারুলিয়া, ধোলাইপাড়, জুরাইন, মোহাম্মদবাগ, মীর হাজিরবাগ, মেরাজনগর, কড়ইতলা, পোস্তগোলা, শ্যামপুর বালুর মাঠ এলাকায় প্রচারণা চালান।
এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে প্রথমেই নগরভবনে দুর্ণীতিমুক্ত করবো। নগরভবনকে দুর্ণীতিমুক্ত না করা গেলে নগরবাসীর উন্নয়ন নিশ্চিত করা যাবে। দক্ষিণ সিটির সকল কর্মকর্তার আয়-ব্যায়ের হিসেব নেয়া হবে। নগরভবনকে দুর্ণীতিমুক্ত রেখে ঢাকাবাসীর উন্নয়ন নিশ্চিত করবো।
তিনি বলেন, বর্ষাকাল এলেই রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ঢাকাবাসীকে আরো বেশি ভোগান্তির শিকার হতে হয়। ১৫ দিনের কাজ দুইমাস লাগানো হয়। এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, কেন্দ্রীয় নেতা ফখরুল আহসান শাহাজাদা, সুজন দে, আক্তার হোসেন দেওয়ান, শেখ মাসুক রহমান, গাজী সালাম, ইব্রাহীম মোল্লা, কাউসার আহমেদ, বেলায়েত হোসেন খসরু, মিন্টু আহমেদ, হাসান ও মিলনের দুই ছেলে রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন শিফানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরআর/এএম