জনগণের পক্ষে কাজ করুন, পুলিশকে ইশরাক

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২২, ২০২০, ০১:৫৬ পিএম

পুলিশ-প্রশাসনকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় পশ্চিম হাজারীবাগের ঝাউচর বাজার থেকে প্রচার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, মঙ্গলবার (২১ জানুয়ারি) আমাদের উত্তরের মেয়র প্রার্থীর প্রচারে পেছন থেকে ন্যক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। ২৪ ঘণ্টা হতে চলল কিন্তু আমরা এখন পর্যন্ত একটা গ্রেফতার হতে দেখলাম না। আমি আপনাদের পুলিশ প্রশাসনকে বিনীত অনুরোধ করব, আপনাদের প্রতি যে গুরুদায়িত্ব আছে সেটা আপনারা পালন করুন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব দেয়া হয়েছে সেটা আপনারা পালন করুন। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা জনগণের পক্ষে কাজ করুন।

তিনি বলেন, আজকে এ শহরটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই ধ্বংসাত্মক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একটা পরিবর্তন দরকার। আগামী ১ ফেব্রুয়ারি একটা সুবর্ণ সুযোগ এসেছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক, এই অধিকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার একটা সুযোগ এসেছে আমাদের সামনে।

এর আগে সকাল ১১টা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঝাউচর বাজারে একত্রিত হন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান ও ধানের শীষে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, কাজী আবুল বাশারসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক।


ইশরাক আজ রাত ৮টা পর্যন্ত ৫৫, ৫৬, ৫৭, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ ওয়ার্ডগুলোয় প্রচার ও গণসংযোগ করবেন। বেলা সাড়ে ১১টায় জমায়েত হবেন বেড়িবাঁধ লোহার ব্রিজে। হাজারীবাগ বেড়িবাঁধ দিয়ে ৫৫, ৫৬, ৫৭নং ওয়ার্ড ইসলামবাগ হয়ে চকবাজার। ২৯, ৩০, ২৭ ও ৩১নং ওয়ার্ড নয়াবাজারের নির্বাচনী প্রচার ও গণসংযোগ শেষ করবেন ইশরাক।

আরআর/ এনএনআর