বিএনপি আন্দোলনের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে : তাপস

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২০, ০৪:০৪ পিএম

ঢাকা : ‘বিএনপি আন্দোলনের জন্য নির্বাচনে অংশ নিছে, ঢাকাবাসীর সেবা করা তাদের উদ্দেশ্য নয়’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রায় সাহেব বাজারের ৪২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণা শুরুর আগে উপস্থিত সংবাদকর্মিদের এসব কথা বলেন তিনি।

শেখ তাপস বলেন, ‘ঢাকার সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্য, দক্ষ সেবক নির্বাচিত করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ঢাকাবাসীর উন্নয়নে নির্বাচন করছে না। তারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের আন্দোলনের অংশ হিসেবে। তাদের নেত্রীকে মুক্ত করার উদ্দেশ্যে। আমরা এই নির্বাচনে ঢাকাবাসীর উন্নয়নের লক্ষ্যে করছি। আমাদের কাছে এ নির্বাচন হচ্ছে ঢাকাবাসীর উন্নয়নের নির্বাচন।’

ইভিএমে ভোটগ্রহণ প্রসঙ্গে তাপস বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে কারও শঙ্কা প্রকাশ করতে শুনিনি। ইভিএম একটি আধুনিক প্রযুক্তি। তাই আমি মনে করি, আধুনিক প্রযুক্তি ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে।’

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এস