পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করেন, বিএনপিকে কাদের

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৩:৩০ পিএম

ঢাকাঃ বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ডান আর বাম এক কাতারে একাকার। শুরু করেছে বিক্ষোভ দিয়ে, এখন হচ্ছে নীরব পদযাত্রা। পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রায় নেমেছে।

সেতুমন্ত্রী আরও বলেন, তাদের আন্দোলন গেছে বঙ্গোপসাগরে ডুবে। ওটা এখন আর সাড়া দেবে না। এখন নির্বাচন। বিরোধী দলকে বলব, আসুন- নীরব যাত্রা, পদযাত্রা, আন্দোলনের মরণযাত্রা এগুলোর মধ্যে না গিয়ে ইলেকশনের (নির্বাচনের) যাত্রাটা শুরু করেন। আমরা আছি।

নির্বাচনে হেরে গেলে আওয়ামী লীগ বিদায় নেবে এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, হেরে গেলে নেত্রী বলেছেন বিদায়। জোর করে ক্ষমতায় শেখ হাসিনা থাকবেন না।

মেট্রোরেল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের আকর্ষণ দুর্দমনীয়। মেট্রোরেল এখন উত্তরা থার্ড ফেজ থেকে আগারগাঁও পর্যন্ত এসেছে। সারা বাংলাদেশে আজ মেতে উঠেছে।

ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন মাত্র শুরু হয়েছে। এই উন্নয়নে বিরোধীদলের জ্বালা শুরু হয়েছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা।

২০৩০ সাল নাগাদ ঢাকার আশপাশে মেট্রোরেলের ছয়টি রুট হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ছয়টা মেট্রো লাইন ২০৩০ সাল ঢাকা এবং তার আশপাশকে নতুন সাজে সজ্জিত করবে আধুনিক গণপরিবহনে। আগারগাঁও থেকে এই বছরের ইনশাআল্লাহ আমরা মতিঝিলে গিয়ে পৌঁছব।

বুইউ