যুবলীগের সমাবেশে ফেরদৌস-রিয়াজ-চঞ্চলরা

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২২, ০৪:১২ পিএম

ঢাকাঃ যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে এক মহাসমাবেশের। সারাদেশ থেকে যুবলীগের কয়েক লাখ নেতাকর্মী মিলিত হয়েছেন এ সমাবেশে। এই আয়োজনে তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস ও চঞ্চল চৌধুরীসহ সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে।

‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল। এই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন অনুষ্ঠানের মতো এই সমাবেশেও গানটি গেয়েছেন চঞ্চল। এছাড়াও সেখানে গান পরিবেশন করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, মমতাজ বেগসহ আরও অনেকে।

এদিকে রিয়াজ, নিপুণ, ফেরদৌসদের কাছে পেয়ে অনেকেই সেলফি তুলছেন তাদের সঙ্গে। লাল সবুজ এবং হলুদ রঙের টিশার্ট ও ক্যাপ পরে ঢাকঢোল পিটিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হচ্ছেন যুবলীগ কর্মীরা।

আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়েছে দুপুর আড়াইটায়। বেলুন ও পায়রা উড়িয়ে, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সঙ্গে ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। এরপর শেখ হাসিনা মঞ্চে আসন গ্রহণ করেন।

বুইউ