আমরা প্রতিপক্ষের হামলা মোকাবেলায় প্রস্তুত : ইশরাক

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২০, ১২:২৩ পিএম
ফাইল ছবি

‘এবার প্রতিপক্ষের সকল হামলা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি’ বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই প্রার্থী ইশরাক হোসেন ও তাবিদ আউয়াল সিনিয়র নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনী প্রচারে হামলা এবং বাধা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এটা আমরা বারবার বলে আসছি। এর আগে ২০১৫ সালের সিটি নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দুঃসাহস দেখিয়েছে সন্ত্রাসীরা। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এ থেকেও ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমাদের সিনিয়র নেতাদের গাড়িবহরে গুলি করা হয়েছে, হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ নির্বাচনেও এ ধরনের হামলা হচ্ছে। এসব মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালামসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আগামী নিউজ/আরআর/এনএনআর