আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় শিশু শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২০, ০৬:৫৪ পিএম

ঢাকা : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে রাস্তায় নামানো হয়েছে শিশু শিক্ষার্থীদের। সেগুনবাগিচা এলাকার বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস স্থগিত করে এই প্রচারণার কাজ চালানো হয়। এতে নেতৃত্ব দিতে দেখা যায় স্কুলটির প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের।

রবিবার দুপুরে খোদ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে এমন ঘটনা ঘটে।

সেগুনবাগিচা এলাকায় বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রী ইনোরা আক্তার হাতে ফুলের ঝুঁড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ক্লাস ফেলে কেন রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে আছে জানতে চাইলে এই শিক্ষার্থী বলেন,‘শিক্ষকরা আসতে বলেছেন, তাই এখানে এসেছি।’

এ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী ইসরাত জাহান বৃষ্টি জানান, ‘মেয়র সাহেব আসবেন তাই স্যাররা ক্লাস না করিয়ে আমাদের এখানে নিয়ে এসেছেন। তিনি (মেয়র) আসলে ফুল ছিটিয়ে তাকে বরণ করতে স্যার নির্দেশ দিয়েছেন। তাই ফুল নিয়ে তারা দাঁড়িয়ে আছি।’

এ স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক লিপি রানী রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘উপরের নির্দেশে স্কুলের প্রধান শিক্ষক ছাত্রীদের নিয়ে এখানে আসতে বলেছেন, তাই স্কুলের ছাত্রীদের নিয়ে আমরা ৬ জন শিক্ষক মেয়র সাহেবের জন্য অপেক্ষা করছি। তিনি আসলে ছাত্রীরা ফুল ছিটিয়ে বরণ করবেন।’ কার নির্দেশে শিক্ষক-ছাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছেন সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

একই স্থানে সেগুনবগিচা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের প্রায় ৫০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই স্কুলের ৮ম শ্রেণীর রায়হানসহ তার সহপাঠীরা ফুল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কেন দাঁড়িয়ে আছে রায়হানের কাছে জানতে চাইলে সে জানায়,‘স্কুলে আজ একটা বিষয়ের ক্লাস করানো হয়নি। মেয়র আসবেন বলে স্যাররা এখানে নিয়ে এসেছেন।’ দুপুর ৩ টায় তাদের এখানে আনা হয়েছে। তবে কে সেই মেয়র তা তারা জানেন না বলে জানান উপস্থিত শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ বলেন, ‘মেয়র সাহেব আসবেন বলে আমরা শিক্ষার্থীদের নিয়ে এসেছি। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে শিক্ষক-শিক্ষার্থীরা অপেক্ষা করছেন।’

কে আসতে বলেছেন জানতে চাইলে তিনি সে বিষয়ে কিছু বলতে রাজি হননি। এভাবে একজন প্রার্থীকে ফুল ছিটিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় কিনা এমন প্রশ্ন করলে তিনি চুপ থাকেন। তবে লাইনে দাঁড়িয়ে থাকা জনৈক শফি আহমেদ দম্ভ ভরে বলেন, ‘আমি স্কুলের সভাপতি। স্থানীয় আওয়ামী লীগ নেতা। আমার নির্দেশে ছাত্রছাত্রীরা ফুল নিয়ে এসেছে। যা মন চায় তাই লেখেন। উনিই (ব্যারিস্টার তাপস) মেয়র হবেন এটা সবাই জানে।’

আগামীনিউজ/ডিএম/এস