নানাভাবে বাধা দেয়া হচ্ছে : ইশরাক

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২০, ০৫:৫৬ পিএম
ফাইল ছবি

‘নানাভাবে আমাদেরকে বাধা দেয়া হচ্ছে’ বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।


রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর পুরান ঢাকার লক্ষীবাজার কবি নজরুল মোড়ে প্রচরণা চালাতে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ অভিযোগ করেন।

ওয়ারি থানা সেচ্ছাসেবক দলের ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারের ওই ঘটনা উল্লেখ করে ইশরাক বলেন, আমাদেরকে নানা ভাবে বাধা দেওয়া হচ্ছে। মিছিল থেকে কয়েকজনকে গ্রেফতার করার ঘটনা আমারা শুনতে পেরেছি। আমি বলতে চাই, কোনো ধরণের বাধা আমরা মানবো না। কেউ আমাদের থামাতে পারবে না। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। কোনো ভাবেই দমে যাবো না।

আপনাদের কতো শক্তি আছে আপনার দেখান। আপনাদের কতো পুলিশ আছে আপনারা দেখান, আমাদের থামাতে পারবেন না।  ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবেই। আশাকরি আপনারা আমাদের পাশে থাকবেন, গণতন্ত্র মুক্ত করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে।

এসময় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ স্থানীয় শত-শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নয়াবাজারে নির্বাচনী অফিস উদ্বোধন ও দুপুরের বিরতি দেওয়া হয়।
পরে আবার গণসংযোগ শুরু করে কলতাবাজার-মিউনিসিপাল মার্কেট, পানির ট্যাংকি, বাহাদুর শাহ পার্ক, বাংলাবাজার, শ্যামবাজার, সুত্রাপুর, লক্ষীবাজার এলাকায় গণসংযোগ করেন ইশরাক। 

এছাড়া দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের (জজ কোর্ট) সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এসময় হাজার হাজার নেতা কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে উপস্তিত হন এবং 'ধানের শীষে ভোট দিন' শ্লোগান দেন।

এসময় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণসংযোগ উদ্বোধ করেন।

আরআর/এএম