বিএনপির সাবেক এমপিদের মানববন্ধন স্থগিত

নিউজ ডেস্ক নভেম্বর ২৩, ২০২১, ০৮:১৭ এএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির সাবেক এমপিরা যে মানববন্ধনের ঘোষণা দিয়েছিলেন তা মাত্র চার ঘণ্টার ব্যবধানে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে করেছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আগামী শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালনের কথা ছিল।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়নুল আবদিন ফারুক জানান, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন বিএনপি দলীয় সাবেক এমপিরা।

এর চার ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় অপর এক বিজ্ঞপ্তিতে জয়নুল আবদিন ফারুক জানান, আগামী ২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তীকালে এ বিষয়ে জানানো হবে।

একই ইস্যুতে রোববার (২১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সামনে বিএনপির বর্তমান এমপিরা মানববন্ধন করেন। সেখানে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে হারুনুর রশিদ, উকিল আব্দুস সাত্তার, রুমিন ফারহানা, মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/বুরহান