ঢাকাঃ সন্ত্রাস বিরোধী সমাবেশ করতে গিয়ে আইভি রহমান নিজেই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন। দ্রুতই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু হবে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৪ আগস্ট) বনানী কবরস্থানে আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ।
তিনি আরও বলেন, মানব সভ্যতার ইতিহাস নৃশংসতম ঘটনা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় অংশ, ৭৫ এর ভুলে ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হয়ে ফিরে আসে। এর প্রধান লক্ষ্য ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সন্ত্রাস বিরোধী সমাবেশ করতে গিয়ে আমাদের নেত্রী সেদিন রাষ্ট্রীয় সন্ত্রাসের টার্গেট হন।
এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতাকর্মীদের নিয়ে আইভী রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আইভী রহমানের পরিবারের সদস্যরাও বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। এরপর ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আইভি রহমান।