মামুনুল হককে ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই

রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জুন ৩, ২০২১, ০৬:৫৭ এএম
সংগৃহীত

নারায়ণগঞ্জঃ হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জে মহাসড়কে নাশকতার মামলায় গ্রেফতার সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখা। এর আগে জেলা পুলিশ ১৫ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করেছে৷ 

বুধবার (০২ জুন) দুপুর ১২টা থেকে  ফতুল্লা থানার ভুইগড় এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়৷ । 

পিবিআই নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  বলেন, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় হেফাজত নেতা মামুনুল হককে আসামি করা হয়। পরে পুলিশ হেড কোয়ার্টার্স থেকে এ মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআই নারায়ণগঞ্জকে।

তিনি জানান, তদন্তের প্রয়োজনে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার থেকে তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। 

মনিরুল ইসলাম আরো বলেন, হেফাজতের হরতাল কর্মসূচিতে নাশকতার পরিকল্পনা ও নেতৃত্ব দেয়ার পাশাপাশি আসামি মামুনুল হক আর কি কি ভূমিকা পালন করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তার কাছ থেকে অজানা আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।