লক্ষ্মীপুরে মাহবুব উল আলম হানিফ এমপি

বিশৃংখলা কঠোরভাবে দমন করা হবে

লক্ষ্মীপুর প্রতিনিধি মার্চ ২৩, ২০২১, ০৪:২৯ পিএম
ছবি: আগামী নিউজ

লক্ষ্মীপুর: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যেভাবে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে। এ উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করতে চাই, সে ৭১ সালের পরাজিত শক্তি বিএনপি- জামায়াত। উন্নয়নকে বাধাগ্রস্ত করার কোন নৈতিক অধিকার তাদের নেই। তাই দেশে উন্নয়ন বাধাগ্রস্ত ও বিশৃংখলা করলে কঠোরভাবে দমন করা হবে। 

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিভিন্ন রাষ্ট্রের প্রধানগন অংশ নিচ্ছে। আগামী ২৬ মার্চ প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার কথা। কিন্তু সেটা নিয়ে এখন আবার মাঠে নেমেছে ৭১ সালের সে পরাজিত শক্তি। নরেন্দ্র মোদিকে আসতে দিতে চাই না। আপনারা সিদ্ধান্ত নেয়ার কে। আপনারা পাকিস্তানের পক্ষে কথা বলছেন। রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন। সবার উচিত তাকে সম্মান করা। কিন্তু সেটা না করে ঘোলাপানিতে মাছ শিকার করছেন। কখনও সে আশা পূরন হবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরীর নয়নের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ, ফরিদুন্নাহার লাইলী, পৌরসভার মেয়র ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ আলাউদ্দিন ও সাধারন সম্পাদক মিজানুর রহিম,জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির নিশান প্রমুখ।

এ সময় জেলা,উপজেলা, পৌরসভা ওইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/মালেক