হরতালের ডাক বিএনপির

ডেস্ক রিপোর্ট অক্টোবর ১৮, ২০২০, ১০:২১ এএম
ছবি সংগৃহীত

নওগাঁঃ নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন (নৌকা)।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান এই ফলাফল ঘোষণা করেন। 

এর আগে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) এবং নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভ সমাবেশ করে নওগাঁ জেলা বিএনপি।

ওই সমাবেশ থেকে আজ রবিবার  (১৮অক্টোম্বর)  সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রানীনগর ও আত্রাই উপজেলায় হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান।

উল্লেখ্য, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। দিনভর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ছয়-সাতজন করে ভোটারের উপস্থিতি চোখে পড়েছে। ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের ভোটকেন্দ্রে সরব উপস্থিতি থাকলেও বিএনপির নেতা–কর্মীদের কোনো উপস্থিতি চোখে পড়েনি। ভোট পড়েছে ৩৬ দশমিক ৪৪ শতাংশ বলে জানা গেছে।

আগামীনিউজ/জেহিন