বিএনপির সুরক্ষাসামগ্রী বিতরণে পুলিশি বাধা

জেলা প্রতিনিধি অক্টোবর ৪, ২০২০, ০৩:০৩ পিএম
ছবি সংগৃহীত

চট্টগ্রামঃ পুলিশের অনুমতি না পাওয়ায় করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করতে পারেনি চট্টগ্রাম মহানগর বিএনপি।গতকাল শনিবার (০৩অক্টোম্বর) সকাল ১০টায় চকবাজার ওয়ার্ডের উদ্যোগে আনিকা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিএনপির অভিযোগ, শুরুর এক ঘণ্টা আগে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান না করতে বলা হয়।

এ ছাড়া ফোর্স পাঠিয়ে বন্ধ করে দেয়া হয় মাস্ক ও ওষুধ বিতরণ অনুষ্ঠান। তবে পুলিশ জানিয়েছে, কমিউনিটি সেন্টারটি তালাবদ্ধ ছিল। বিএনপির নেতাকর্মীরা সেখানে যাননি। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এখনও করোনাকাল চলছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে মাস্ক ও ওষুধসহ করোনাসামগ্রী বিতরণের জন্য প্রশাসনের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। কর্মসূচির অংশ হিসেবে আনিকা কমিউনিটি সেন্টারে চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাস্ক ও ওষুধ বিতরণ অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের এক ঘণ্টা আগে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান না করতে বারণ করা হয়।

পুলিশ ফোর্স পাঠিয়ে মাস্ক ও ওষুধ বিতরণ কর্মসূচি বন্ধ করে দেয়া হয়।’ এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া যুগান্তরকে বলেন, ‘ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল। আনিকা কমিউনিটি সেন্টারে বিএনপির কেউ আসেনি। ওই সময় কমিউনিটি সেন্টারটি তালাবদ্ধ দেখা গেছে। বিএনপির অনুষ্ঠান করার অনুমতি ছিল কি না, জানি না। তারা এলে বিষয়টি বুঝতে পারতাম।’ এদিকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণে বাধা দেয়ার প্রতিবাদে শনিবার দুপুরে নগরীর নূর আহমদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে নগর বিএনপি।

আগামীনিউজ/জেহিন