ঢাকাঃ জাপান সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইয়োশিহিদে সুগাকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার(১৬ সেপ্টেম্বর)বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন,'জাপান সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইয়োশিহিদে সুগাকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’
‘আমি বিশ্বাস করি ইয়োশিহিদে সুগা’র আমলে বাংলাদেশ ও জাপান অংশীদারিত্বের ভিত্তিতে আর্থ-সামাজিক অগ্রগতির সাফল্যের ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যুগোপজয়ী জাপান নিজ দেশের সামগ্রিক উন্নয়ন ও উৎপাদনে যে নতুন মাত্রা এনেছে তা অন্যান্য দেশের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত। দু’দেশের বন্ধুত্ব অকৃত্রিম ও পারস্পরিক গভীর বিশ্বাসের দ্বারা প্রাণিত। আমি জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা’র দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।’
জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইয়োশিহিদে সুগা দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,' বাংলাদেশ-জাপান বিপুল সম্ভাবনার দেশ। দু’দেশ সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। ইয়োশিহিদে সুগা’র আমলে দু’দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশ এবং জাপান অতীতে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও তাদের পথচলা থমকে যায়নি, বরং নির্দ্বিধায় সামনের দিকে এগিয়েছে। আমি জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।’
আগামীনিউজ/জেহিন