ঢাকাঃ দেশের চলমান সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে দেশের উপ-নির্বাচন, দলের সাংগঠনিক কার্যক্রম, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, করোনা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হতে পারে।
আগামীনিউজ/জেহিন