জুনাইদ আহমেদ পলক

বঙ্গবন্ধুর আদর্শই তরুণ সমাজের অনুপ্রেরণা

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৯, ২০২০, ০৬:২০ পিএম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । ছবি; সংগৃহীত

ঢাকাঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং কর্মময় জীবনই হবে এদেশের তরুণ সমাজের অনুপ্রেরণা ও এগিয়ে চলার পথ প্রদর্শক। 

রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে ""মুজিব আমার পিতা'" নামে একটি থ্রিডি মুভি তৈরি করছে আইসিটি বিভাগ। জাতির পিতার জন্মশতবার্ষিকীতেই প্রদর্শন করা হবে বলেও জানান তিনি। 
আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পরোক্ষভাবে নেতৃত্বে দিয়ে ছিলেন জিয়াউর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক অজয় দাশগুপ্ত। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের মাধ্যমে জাতিকে শতভাগ কলঙ্কমুক্ত করার দাবি জানান অন্যান্য বক্তারা।

আগামীনিউজ/এএইচ