মন্ত্রণালয়ে রদবদল করে পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় : রিজভী

নিজস্ব প্রতিবেদক জুলাই ২৪, ২০২০, ০২:৪৮ পিএম
ফাইল ছবি

ঢাকা : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের বিদায়ের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, করোনা সঙ্কটের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুরবস্থা জনগণের সামনে স্পষ্ট হয়ে পড়েছে। এই অবস্থায় দুই একজনকে গ্রেপ্তার, বদলি কিংবা পদত্যাগ করিয়ে কিংবা দুই একটা মন্ত্রণালয়ের রদবদল করে পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়।

শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে, মহমারীর মধ্যে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ এবং কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেয়ার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

রিজভী বলেন, অপ্রিয় হলেও সত্য নিশিরাতের ষড়যন্ত্রের যারা সক্রিয় ভুমিকা রেখেছিল তাদের মধ্যে থেকে ‘ইধার কি মাল উধার মে ঢাল’ কিংবা ‘চোরে চোরে মাসতুতো’ ভাইদের দিয়ে পরিস্থিতি উন্নয়নের আশা করে লাভ নেই। কারণ এই ‘মাসতুতো’ ভাইয়েরা জানে তাদের ‘অবস্থা-অবস্থান-উত্থান’ ঘটেছে দুর্নীতি প্রক্রিয়া, দুর্নীতিবাজদের মাধ্যমে, দুর্নীতিবাজদের দ্বারা।

এসবের সমাধান কীভাবে হবে, তার ব্যাখ্যায় রিজভী বলেন, বাস্তবতা হলো, পরিস্থিতির উন্নয়ন ঘটাতে চাইলে জনগণের স্বার্থ রক্ষায় গোটা সরকার ব্যবস্থা পাল্টাতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রীসহ এই সরকারের পদত্যাগ করতে হবে।

বিএনপি নেতা বলেন, এই সরকারের গত এক দশকে দেশ থেকে ৯ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। রাষ্ট্রের আনুকূল্যেই এই অর্থ লোপাট ও পাচারের কাজগুলো হয়েছে। এসব টাকা থাকলে সরকারকে এখন দেশের রিজার্ভের টাকার দিকে নজর দিতে হত না।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিএনপিকে নিয়ে সমালোচনার জবাবে রিজভী বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুর্নীতি-লুটপাটে বেসামাল মিডনাইট সরকার দেশে-বিদেশে বিতর্কিত হয়ে পড়ায় অস্থির হয়ে পড়েছে। নিজেদের আয়নায় এখন কেবল জনগণের দল বিএনপিকে কল্পনা করছে।

 

অগামীনিউজ/এসপি