কৃষকের ধান কেটে প্রশংসিত বি-বাজার ছাত্রলীগ

সিলেট প্রতিনিধি মে ১, ২০২০, ১০:৫০ পিএম

সিলেটের বি-বাজারে শ্রমিক সংকটে প্রাকৃতিক দুর্যোগের আগে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় থাকা এক দরিদ্র কৃষকের পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।

শুক্রবার (১ মে) বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের ৮ নেতাকর্মী তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা এলাকায় এক দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিয়েছেন। এতে ওই কৃষকসহ এলাকায় প্রশংসা কুড়িয়েছে উপজেলা ছাত্রলীগ।

কৃষকের ধান কাটায় অংশ নিয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ, কামিল হোসেন, গোবিন্দ দাস অমিত, তৌফিক রাব্বি, আব্দুল্লা আল নোমান, সাইফুর রহমান রনি ও কাশিম উদ্দিন।

কৃষক জানান, এবার ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু শ্রমিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের আগে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারব কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। হঠাৎ উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করে আমার ধান কেটে দেয়। এই বিপদের সময় তারা ধান কেটে আমার যে উপকার করেছেন, এজন্য আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ।


আগামী নিউজ/ হাফিজুল/ তামিম