ঢাকা : নারী ক্ষমতায়নের নামে যেন পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা আব্দুল জলিলের সপ্তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। আজ জলে, স্থলে, অন্তরীক্ষে নারীর বিচরণ রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই নারীর ক্ষমতায়নের দিক দিয়ে আজ আমরা বিশ্বের অন্যতম একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করেছি। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি নারীর মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়েছেন। আজ আমদের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, সংসদের স্পিকার নারী। আমি চাই নারীর আরো ক্ষমতায়ন হোক।
নাসিম বলেন, বঙ্গবন্ধুর এ বাংলাদেশে কেন নারী নির্যাতিত হবে। আজ আমি মা-বোনদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।
তিনি বলেন, আমাদের নারী নির্যাতন আইন সংক্ষিপ্ত করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। আর নির্যাতনকারীদের ফাঁসির দণ্ড দিতে হবে।
বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দা, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী প্রমুখ।
আগামীনিউজ/ইয়াকুব/নুসরাত/মিজান