করোনা নিয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২০, ১২:২৭ পিএম

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্ক জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করবে বিএনপি।

শনিবার (০৭ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল বলেন, আমরা আজকের সভা সিদ্ধান্ত নিয়েছি যে, করোনাভাইরাস নিয়ে জনগনকে সচেতন করার জন্যে আমরা লিফলেট ছাড়বো, জনগনের কাছে পৌঁছাবো। ড্যাবসহ অঙ্গসংগঠনগুলো এ বিষয়ে কাজ করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশেও করোনাভাইরাসে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও সরকার দাবি করছে করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি পাওয়া যায়নি। আজকেই আইইডিসিআর-এর পরিচালক (মীরজাদী সেব্রিনা ফ্লোরা) বলেছেন যে, যেকেনো মুহুর্তেই বাংলাদেশ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের কাছে মনে হয়েছে যে, দিস ইজ টোটাল ইরেপনসেবেলিটি পার্ট অব দি গভার্মেন্ট। এই রকম একটা ব্যাপক বিপর্য্য় বিশ্বজুড়ে চলছে সেখানে এই বিষয়ে প্রস্তুতি গ্রহন করা উচিত ছিলো সরকারের আগ্রাধিকার কাজ, প্রথম কাজ। এটা তারা করছে না। এ ব্যাপারে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার।

লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/রাফি/মিজান