ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যেখানে শেষ করেছেন সেখান থেকে আমি শুরু করব। কিছু কিছু জায়গায় উন্নয়ন কাজ বাকি রয়েছে। আমি নির্বাচিত হলে সেসব স্থানে উন্নয়ন করবো বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।
মঙ্গলবার (৩ মার্চ) জিগাতলা বাসস্ট্যান্ড থেকে নির্বাচনী গণসংযোগ শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এ আসনের এমপি শেখ ফজলে নূর তাপস ১১ বছর কাজ করেছেন। এলাকার প্রত্যেকটি অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। তারপরও কিছু কিছু জায়গায় উন্নয়ন কাজ বাকি রয়েছে। আমি নির্বাচিত হলে সেসব স্থানে প্রথম হাত দেব। বিশেষ করে এই এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলব।
পরে মহিউদ্দিন জিগাতলার ছয়তলা কলোনি, ট্যানারি মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নেন। এতে ওই আসন শূন্য হয়ে গেলে উপ-নির্বাচন ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুসারে আগামী ২১ মার্চ এ আসনে নির্বাচন হবে।
আগামীনিউজ/রাকিব