ভোটারদের মধ্যে শঙ্কা ও অনাগ্রহ কাজ করছে বলে জানিয়েছেন করেছেন ঢাকা ১০ আসন উপ-নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।
সোমবার (২ মার্চ) দুপুরে সময় টিভির সামনে প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
রবি বলেন, বর্তমান ভোট ব্যবস্থায় ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ কম। ভোটারদের ভয় ভীতি ও অনাগ্রহ রয়েছে। জনগণ ভোট দিতে চায়। ভোটাররা বলছে শঙ্কা দূর করেন আমরা ভোট দিতে চাই। রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত করতে চায়। রাজনৈতিক দল হিসেবে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। জনগণকে সোচ্চার স্বোচ্ছার করছি।
তিনি বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায় না। সরকারকে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য করা যায়নি। তাদের শুভবুদ্ধির উদয় হয়নি। জনগণকে ভোটাধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব বিএনপিরও রয়েছে। সে কারনে দলের প্রার্থী হিসেবে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। জনগণ যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে নির্বাচনে আসছি। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ পরিবর্তন চায়। রাজনৈতিক পরিবেশেরও পরিবর্তন চাইছে। রাষ্ট্র ব্যবস্থাপনারও পরিবর্তন চাইছে। এটি হয়তো ক্ষমতাসীনদের ব্যর্থতার কারনে হতে পারে। ক্ষমতাসীনদের দানবীয় চরিত্রের বিরুদ্ধে জনগণের অবস্থান হতে পারে।
ধানের শীষের প্রার্থী রবি বলেন, আমি বিশ্বাস করি জনগণ হচ্ছে প্রধান শক্তি। সে কারনেই আমি মানুষের কাছে যাচ্ছি। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠালে আমি কি করবো জনগণকে তা অবহিত করছি। আমি জনগণের সাথে আছি। আশা করি তারাও আমার পাশে থাকবে বলে বিশ্বাস করি।
প্রচারনার সময়ে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনারের বিধিনিষেধ মেনে প্রচার চালাচ্ছি। প্রচার প্রচারনার চেয়েও বেশি সমস্যা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা নিয়ে। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন সমস্যা হয়। সেদিকে ইসির এখনও মনোযোগ দেখছি না। ইসি শক্ত ও নিরপেক্ষ সাংবিধানিক দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
এর আগে প্রচারনার দ্বিতীয় দিন ঢাকা ১০ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি সকাল থেকেই গণসংযোগে নামেন। রাজধানীর আবাহনী মাঠ প্রাঙ্গণে শতায়ু অঙ্গনে প্রাত:ভ্রমণকারীদের সাথে তিনি সাক্ষাৎ , মতবিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
আজ সোমবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ৯টা পযর্ন্ত তিনি ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর,ডিঙ্গি এলাকায় গণসংযোগ করেন। এসময় রবি ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকতসহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/হাসি