খালেদার কিছু হলে জনগণ কাউকেই ক্ষমা করবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০২:১৪ পিএম

ঢাকা : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় কোনো ক্ষতি হলে জনগণ কাউকে ক্ষমা করবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গণতান্ত্রিক শাসন আর ন্যায়বিচারের সব পথ রুদ্ধ হয়ে গেলে জনগণ তখন আইন হাতে তুলে নিতে বাধ্য হয়। এটাই ইতিহাসের শিক্ষা।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় যিনি তাঁর পুরো রাজনৈতিক জীবন ব্যয় করেছেন, এমন একজন নেত্রী আজ প্রতিহিংসা, অনাচার আর জুলুমের শিকার। এমন জুলুম বাংলাদেশ আর কখনোই দেখেনি।’

রিজভী বলেন, ‘বিএনপি একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই আমাদের দলের নেতাকর্মীরা শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ থেকে বিচ্যুৎ হয়নি। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বেগম খালেদা জিয়াকে সসম্মানে নিঃশর্ত মুক্তি দেবে।’

এসময় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ২৯ ফেব্রুয়ারি (শনিবার) নয়াপল্টন্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ-সহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে বিক্ষোভ পালনের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী।

আগামীনিউজ/ডলি/সবুজ