‘প্রধানমন্ত্রীর নির্দেশে পাপিয়া গ্রেফতার’

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৫:৪১ পিএম

বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘তার (পাপিয়া) সম্পর্কে সকল ধরনের অপকর্ম ও অন্যায়ের তথ্য প্রধানমন্ত্রীর কাছে ছিল। তিনি জানার পরে, নির্দেশ দিলেই পাপিয়া গ্রেফতার হয়।’

ছাত্রলীগ ও যুবলীগের মতো অন্যান্য সংগঠনের নেতারা এমন অপকর্মে জড়িত থাকলে বড় বড় নেতাদের শাস্তির আওতায় আনা হয়। এক্ষেত্রে যুব মহিলা লীগের নেত্রীদের শাস্তির আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘আগামী মার্চে যুব মহিলা লীগের মেয়াদ শেষ হবে। এখন আর সে রকম কোনো চিন্তা ভাবনা নেই। তবে এসব বিষয়ে মনিটরিং হচ্ছে। আগামী কমিটিতে এসবের আশ্রয়-প্রশ্রয়দাতারা কোনো ধরনের পোস্ট-পজিশন পাবে না। এটাও এক ধরনের শাস্তি মনে করতে পারেন।’

পাপিয়াকে নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি অভিযোগের। তারা অভিযোগ করবেই। আওয়ামী লীগ তবুও বহিষ্কার করে, কিন্তু বিএনপির এমন কোনো নজির নেই।’

আগামীনিউজ/মামুন