বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের স্বার্থকে হত্যা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৫:২৮ পিএম

ঢাকা : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, বঙ্গবন্ধু বাংলার মানুষের অধিকার আদায় করেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের স্বার্থকে হত্যা করা হয়েছে। বিএসসি’র বহরে এখন ৮টি জাহাজ আছে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এর সংখ্যা হত অন্তত ৬০টি।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন, ২০১৯’ বিষয়ে একটি পরিচিতিমূলক ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়ার জন্যই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। অন্যের স্বার্থ রক্ষার জন্য এ হত্যাকান্ড ঘটানো হয়েছিল। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। সব জায়গায় এখন বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হচ্ছে।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে বিভিন্ন রকমের বিভক্তি চালু করে দেশকে অনেক পিছিয়ে দেয়া হয়েছে। এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। মানুষ এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে।

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। 

উল্লেখ্য, ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিল, ২০১৯’ গত বছরের ১২ নভেম্বর সংসদে পাস হয়। রাষ্ট্রপতি ২০১৯ সালের ১৮ নভেম্বর বিলটিতে সম্মতি দেন। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত অধ্যাদেশটিকে আইনে পরিণতকরণ, বাংলা ভাষায় রুপান্তর এবং যুযোপযোগি করার লক্ষ্যে সংশোধন ও পরিমার্জন করে ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন, ২০১৯’ শিরোনামে প্রণয়ন করা হয়েছে।

আগামীনিউজ/তরিকুল/সবুজ