এরশাদের মতো জিনিয়াসকে বাঙালি জাতি গ্রহণ করেনি : রনি

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০১:৫৩ পিএম

ঢাকা : জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মাদ এরশাদকে পলিটিক্যাল জিনিয়াস বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গোলাম মাওলা রনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট সাংবাদিক, গবেষক সাঈদ তারেক এর রাজনৈতিক স্মৃতি- আলেখ্য ‘আমার দেখা এরশাদ’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, ‘এরশাদ জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে আলোচনার কেন্দ্রে রেখেছেন, ক্ষমতার কেন্দ্রে রেখেছেন। তাকে নিয়ে ঠাট্টা করা হয়, মশকরা করা হয়। কিন্তু এরশাদ তার মেধাবলে, যোগ্যতাবলে নিজেকে ও জাতীয় পার্টিকে অপরিহার্য করে তুলেছিলেন। এটাই তার পলিটিক্যাল জিনিয়াসনেস। বাঙালি জাতি আনপ্রেডিক্টেবল তাই এরশাদের মতো পলিটিক্যাল জিনিয়াসকে আমরা ধারণ করতে পারিনি।’

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব রিকন, ছাত্রনেতা আলমগীর শিকদার লোটন, সুনীল শুভ রায় প্রমুখ।

বইটি প্রকাশ করেছে বাঙ্গালা গবেষণা। বইটি মেলার ৩৮১ নাম্বার স্টলে বইটি পাওয়া বলে জানানো হয়।

আগামীনিউজ/মিঠু/সবুজ