২১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২০, ১২:৩৫ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারি সফরে ইতালি যাওয়ার আগে  দলের কেন্দ্রীয় নেতাদের ২১ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সম্মেলন হওয়া সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি দিতে নির্দেশনা দিয়ে গেছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ইতালি যাওয়ার আগে তিনি এ নির্দেশ দেন।

শেখ হাসিনার  নির্দেশনা এরই মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে দায়িতপাপ্ত কেন্দ্রীয় নেতারা পৌঁছে দিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, দলের সাধারণ সম্পাদক আমাদের (মহানগর উত্তর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক) ফোন করেছিলেন। তিনি নির্দেশনা দিয়েছেন, আগামী ২১ ফেব্রুয়ারির আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

গত বছর ৩০ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়। ৬, ৯, ১৬, ২৩ ও ২৯ নভেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগসহ সম্মেলন হওয়া সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী নিউজ/এমএস/এমএন