ভোটার কম শৈত্যপ্রবাহ আর যানবাহন সংকটে : আতিক

ফেব্রুয়ারি ২, ২০২০, ০১:০০ এএম


শৈত্য প্রবাহ আর যানবাহন সংকটের কারণে দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের হার কমেছে বলে মন্তব্য করেছেন উত্তর সিটিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার (১ জানুয়ারী) রাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে স্থাপিত উত্তর সিটি করপোরেশন নির্বাচন ২০২০ ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে তিনি এ কথা বলেন।
আতিক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট হয়েছে। ভোটে প্রতিদ্বন্দি প্রার্থী বিএনপির তাবিথ আওয়ালের  সাথে অনেক কেন্দ্রেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতে যানবাহন চলেনি। শৈত্যপ্রবাহ ছিলো এসব কারণ ভোটার টার্ন আউট কম। 
তিনি বলেন, ভোটে জয়ী হলে মেয়র হিসেবে প্রথম সভায় তাবিথ আউয়ালকে ডাকব। তার সঙ্গে বসবো।
আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, তাবিথের নির্বাচনী ইশতেহারে যদি ভাল কিছু থাকে, সেটা আমরা গ্রহণ করবো। সেটা নিয়ে কাজ করবো। আমি বিশ্বাস করি তার ইশতেহারে অবশ্যই ভাল কিছু আছে।'
এমন ভোটের পর সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আমি সন্তুষ্ট।
ভোট নিয়ে তিনি বলেন, অনেকদিন পর এতো ক্লিন ভোট হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সিদ্ধেশ্বরী স্কুলে এক কেন্দ্রে আমিও ২৯১ ভোট পেয়েছি। তাবিথও ২৯১ ভোট পেয়েছে।

আগামী নিউজ/এমএস/আরআর