যৌথসভা ডেকেছে আ.লীগ, সভাপতিত্ব করবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৪, ০৮:৪১ এএম
ফাইল ছবি

ঢাকাঃ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসা আওয়ামী লীগ যৌথসভা ডেকেছে। আগামী সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ জানুয়ারি) দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই যৌথসভায় অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গত ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। নতুন সরকারের পথচলার শুরুতেই দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী। সেখানে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

এমআইসি/