আজকের টুকরো খবর

নিউজ ডেস্ক অক্টোবর ৯, ২০২১, ০২:৩১ পিএম
ছবিঃ আগামী নিউজ

তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭

রাজধানীর তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন। শনিবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গাবতলী সংলগ্ন আমিনবাজারের কয়লারঘাটে তুরাগ নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৯ অক্টোবর) ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এই সফরে তার সঙ্গে রয়েছেন।রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন জানান, কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

আজ বিশ্ব ডাক দিবস

'বিশ্ব ডাক দিবস আজ। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডাক অধিদফতর দিবসটি পালন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেট টু রিকভার’।ডাক অধিদফতরের উদ্যোগে বিশ্ব ডাক দিবস উপলক্ষে শনিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানে ডাক ভবনের তিন তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত ১০

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর এমনটি জানিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, ছয় সৌদি নাগরিক, তিন বাংলাদেশি এবং এক সুদানিজ আহত হয়েছেন। এই হামলায় বিমানবন্দরের জানালা ভেঙে গেছে। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এর আগে সৌদিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 

আগামীনিউজ/শরিফ