প্রয়াত নারীনেত্রীর পরিবারকে যুবলীগ নেতার সহায়তা

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মে ১৭, ২০২১, ০২:৩৬ পিএম
ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রয়াত সুলতা সাহার পরিবারকে নগদ অর্থ সহায়তা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম।

সোমবার (১৭ মে) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত সুলতা সাহার পরিবারকে নগদ অর্থ সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৪ এপ্রিল বাড়ির আঙিনায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মহিলা লীগের সাবেক সদস্য সুলতা সাহা। তারপর তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

রোববার বিকেলে নারীনেত্রী সুলতা সাহার স্বামী কিরণ চন্দ্র সাহা ও তাসলিমা সুলতানা খানম নিশাতের হাতে নগদ পাঁচ হাজার টাকা হস্তান্তর করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম।

বিকেলে সুলতা সাহার পরিবারকে অর্থ হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হেদায়েত আজীজ মুন্না। 

আলী আজম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার রুপকার ও কর্মীবান্ধব প্রিয়নেতা র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপির অসহায় ও হতদরিদ্র মানুষকে সহযোগিতা করে মানবিক নেতা হিসেবে পরিচিত হয়েছেন। তেমনই সুলতা সাহার পরিবারকে পাঁচ হাজার টাকা দিয়ে কিছু হলেও সহযোগিতা করার চেষ্টা করেছি। এ আর্ত মানবতার সেবায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ সবসময় ছিলো, আছে এবং থাকবে।

তাসলিমা সুলতানা খানম নিশাত বলেন, দু:সময়ে আওয়ামী মহিলা লীগের নেত্রী ছিলেন সুলতা সাহা। গত প্রায় আড়াই বছর যাবত আমি তার খোঁজখবর নিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া সদরে আসনের সাংসদ সদস্য র.আ.ম উবায়দুল মুক্তাদির চৌধুরী ও পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর সুলতা সাহাকে একাধিক বার আর্থিকভাবে সহযোগিতা করেছেন। সুলতাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি। কিন্তু সুলতা মৃত্যুর কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর পর অনেকেই সুলতা সাহার পরিবারকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছেন।

উল্লেখ্য যে, শহরের পাইকপাড়ার বাসিন্দা কিরণ চন্দ্র সাহার স্ত্রী সুলতা সাহা (৫৫) আওয়ামিলীগের দুঃসময়ে মহিলা আওয়ামিলীগের সক্রিয় নেত্রী হিসেবে কাজ করেছিলেন। আওয়ামী লীগের সুসময় টাকার অভাবে ওষুধ কেনারও সামর্থ্য ছিলনা সুলতা সাহার। তার খোঁজখবর নিচ্ছিলেন কেবল একজন নারী নেত্রী। চট্টগ্রামের বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত তাসলিমা সুলতানা খানম নিশাত।