তিতুমীর কলেজে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট অক্টোবর ২৫, ২০২০, ০৩:৪৯ পিএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখার ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় ।

বিজ্ঞপ্তিতে জানা যায়, সরকারি তিতুমীর কলেজ বাংলা বিভাগের মার্স্টাস ১৭-১৮ বর্ষের শিক্ষার্থী সোহেল মৃধাকে সভাপতি, গনিত বিভাগের মার্স্টাস ১৭-১৮ বর্ষের মো: খোরশেদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার আদেশ দেওয়া হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি -রাকিব মাহমুদ, সহ-সভাপতি ফোরকান বিন ফরিদ, সহ-সভাপতি নেওয়াজ কবির, সহ-সভাপতি ওহাব বিন আব্দুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক আল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ন সাধারণ সম্পাদক  মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক  এস এম মেহেদী, সহ সাংগঠনিক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক ইমরান মাহমুদ, প্রচার ও প্রকাশনা এস এম হাসিব, দপ্তর সম্পাদক আবু রায়হান সোহান, সমাজসেবা সম্পাদক নুর মোহাম্মদ সুমন, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া শারমিন, সাহিত্য বিষয়ক মো: আফতাফ উদ্দিন।

আগামীনিউজ/জেহিন