ঢাকায় সোমবার (২০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর বলছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের কিছু অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী দুদিন তাপমাত্রা কমলেও পরবর্তী পাঁচ দিন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সকাল ৭টা-পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বইছে।
আগামীনিউজ/হাসি/এনএনআর