৩৫ টি ডিম দিয়েছে বিলুপ্তপ্রায় ‘বাটাগুর বাসকা’

বাগেরহাট প্রতিনিধি মার্চ ১১, ২০২০, ০৯:৫৯ এএম
ছবি সংগৃহীত

বাগেরহাট : জেলার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৩৫টি ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’। 

মঙ্গলবার (১০ মার্চ) করমজল প্রজনন কেন্দ্রে একটি বাটাগুর বাসকা ৩৫টি ডিম দেয়। ডিমগুলো প্রাকৃতিক উপায়ে ইনকিউবেশন (বালুর মধ্যে রেখে) করে বাচ্চা ফুটানো হবে। এতে ৬৫ থেকে ৬৭ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বনবিভাগ।

এ প্রসঙ্গে সুন্দরবন করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, এ নিয়ে চতুর্থবারের মতো করমজলে ডিম পারলো বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা।  আমরা সবগুলো ডিমই প্রাকৃতিক উপায়ে ইনকিউবেশন করে বাচ্চা ফুটানোর চেষ্টা করবো। আশা রাখছি, ৬৫ থেকে ৬৭ দিনের মধ্যে সবগুলো ডিম থেকেই বাচ্চা বের হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে দুইটি বাটাগুর ৬৩টি ডিম দেয়, যা থেকে ৫৭টি বাচ্চা হয়। পড়ে ২০১৮ সালে দুইটি কচ্ছপ ৪৬টি ডিম দেয়, তাতে ২৪টি বাচ্চা ফোটে। ২০১৯ সালে একটি কচ্ছপ ৩২টি ডিম দেয় এবং যার সবগুলো ডিম থেকেই জন্ম নেয় বাচ্চা।

আগামীনিউজ/মিজান