ঢাকা : সারাদেশে আজ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে। সোমবার (৯ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
তাতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিনে তাপমাাত্রা আরো বাড়তে পারে।
দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে ৩১ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন রাজশাহীতে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ১ ডিগ্রি।
আগামীনিউজ/হাসি