চীন ভ্রম‌ণে করোনা পরীক্ষা আর থাক‌ছে না

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৯, ২০২৩, ১২:৪৭ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ ভ্রম‌ণের ক্ষে‌ত্রে কো‌ভিড-১৯ পরীক্ষা তু‌লে নেওয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে চীন। দেশ‌টি ভ্রম‌ণে বুধবার (৩০ আগস্ট) থে‌কে এ নিয়ম কার্যকর হ‌বে।

সোমবার (২৮ আগস্ট) ঢাকার চীন দূতাবাস এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।


চীনা দূতাবাস জানায়, আগামী ৩০ আগস্ট থেকে চীনগামী যাত্রীদের বোর্ডিং করার আগে কোনো প্রকার কোভিড-১৯ পিসিআর পরীক্ষা বা অ্যান্টিজেন দ্রুত পরীক্ষা (এআরটি) করতে হবে না।

এছাড়া সেখা‌নে পৌঁছানোর পরে স্বাস্থ্য ঘোষণাপত্রে চীন কাস্টমসের কাছে পরীক্ষার ফলাফল ঘোষণাও করতে হবে না।


প্রসঙ্গত, ক‌রোনা মহামা‌রির পর থে‌কে চীন ভ্রম‌ণের ক্ষে‌ত্রে যাত্রী‌দের কোভিড-১৯ পরীক্ষা বা অ্যান্টিজেন পরীক্ষা বাধ্যতামূলক ছিল।


এমআইসি