ফুলবাড়িয়ায় বরিশাল প্লাজায় আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২১, ২০২৩, ০৯:৪০ পিএম

ঢাকাঃ রাজধানীর ফুলবাড়িয়া এলাকার বরিশাল প্লাজা নামক একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে মাত্র ৭ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানীর ফুলবাড়িয়ায় গুলশান প্লাজার বিপরীতে বরিশাল প্লাজায় আগুনের খবরে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।  ঘটনাস্থলে পৌঁছে ৮টা ৪৭ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এমআইসি