পবিত্র আখেরি চাহার শম্বা ১৩ সেপ্টেম্বর

আগামী নিউজ ডেস্ক আগস্ট ১৮, ২০২৩, ১১:৩৫ এএম

ঢাকাঃ বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুরু হয়েছে সফর মাস গণনা। সে হিসাবে ২৭ সফর অর্থাৎ ১৩ সেপ্টেম্বর পবিত্র আখেরি চাহার শম্বা পালিত হবে। 

গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

আরবি ভাষায় সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরি চাহার সোম্বা’ বলা হয়। ৬৩২ খ্রিস্টাব্দের ২৭ সফর বুধবার হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ সময় রোগে ভোগের পর সুস্থতা বোধ করে গোসল করেছিলেন বলে হাদিস শরিফসহ বিভিন্ন কেতাবে উল্লেখ আছে। বৃহস্পতিবার থেকে রাসুল (সা.) আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার তিনি ইন্তেকাল করেন।

বুইউ