রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিতেই জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০২৩, ০৭:৪৪ পিএম
সংগৃহীত ছবি

ঢাকাঃ রাজধানীতে দুপুরের পর ৩ ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

বুধবার (০৯ আগস্ট) সকালে রাজধানীতে রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে জমতে থাকে মেঘ। দুপুর তিনটার দিকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ডক্টর মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, দুপুর ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত রাজধানীতে সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মুষলধারে এই বৃষ্টিতে রাজধানীর শান্তিনগর, নয়াপল্টন, মালিবাগ, রামপুরা, খিলগাঁওসহ অনেক এলাকায় দেখা দেয় জলবদ্ধতা। এ ছাড়াওরাজধানীর বিভিন্ন সড়কে হাঁটু পানি পরিমাণ পানি জমে যায়। ঝুম বৃষ্টিতেই এ জলবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন এসব এলাকার মানুষ। এদিকে রাস্তায় হাঁটু পানি হওয়ায় এই সুযোগে ২০ টাকার ভাড়া ৫০ টাকা নিচ্ছেন রিকশাচালকরা।

এর আগে, দুপুর দেড়টার দিকে রাজধানীর মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, রামপুরা, মগবাজার, হাতিরঝিল, মুগদা, খিলগাঁও, বাসাবো, গুলশান বারিধারা, বনানীসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে দেখা যায়। প্রায় দেড় ঘণ্টা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও পরে মুষলধারে বৃষ্টি হয় প্রায় আধাঘণ্টা।

দেশের ১৪ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

দেশের নদীবন্দর সমূহের জন্য রাত ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়— ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তারও আগে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

এমআইসি