ঢাকাঃ রাজধানীর মোহাম্মদপুরে আট তলা থেকে পড়ে এক গৃহকর্মী গুরুতর আহত হয়েছে। আহত গৃহকর্মীর নাম ফেরদৌসী (৮)।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে মোহাম্মদপুরের শাহাজান রোডের ২/৭ বাসার ৮/সি ফ্ল্যাটের আটতলা বাসার থাইগ্লাসের জানালা দিয়ে পড়ে আহত হয় ফেরদৌসী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ভবনটির ম্যানেজার আদিল জানান, কিভাবে শিশুটি আটতলার বাসা থেকে পড়ে গেল তা তারা বলতে পারেন না। তবে আট তলা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার কারণে শিশুটির যৌনাঙ্গে একটি অপারেশন করা হয়েছে। তবে এর বেশি তিনি জানাতে চাননি।
আহত শিশুটির মা জোসনা বেগম জানান, তার মেয়ে কয়েকদিন আগে ঢাকায় একটি বাসায় কাজে আসে। তাকে খবর দেয়া হয় তার মেয়ে অসুস্থ। তিনি ঢাকায় এসে জানতে পারেন তার মেয়ে আট তলা থেকে পড়ে গিয়েছিল। তার একটি অস্ত্রোপচার হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহফুজুল হক ভূঁইয়া জানান, শিশুটি আহত হওয়ার পর পুলিশকে জানানো হয়নি। পরে তারা খবর পান। এরপর ঘটনাস্থলে পুলিশ যায়। তখন শিশুটিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওসি আরও জানান, শিশুটি চার পাঁচদিন আগে সৈয়দ আশফাকুল হক নামে এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করতে আসে। তবে ওই গৃহকর্মী কিভাবে আট তলা থেকে পড়ে গেল সে বিষয়টি তারা এখনো জানতে পারেননি।
এদিকে পুলিশ বলছে, শিশুটি পড়ে গেলেও তার শরীরের তেমন কোন ইনজুরি হয়নি। কিন্তু তার যৌনাঙ্গে অস্ত্রোপচার করা হলো। বিষয়টি রহস্যজনক। ওই বাসার গৃহকর্তা সৈয়দ আশফাকুল হক ইংরেজি দৈনিকের নির্বাহী সম্পাদক বলে জানা গেছে।
এমআইসি