অফিস চলাকালেও তালাবদ্ধ থাকে তুলা ভবন

নিজস্ব প্রতিবেদক জুলাই ২৪, ২০২৩, ১১:৩২ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ অফিস চলাকালীন সময়ে তুলা ভবনের বিভিন্ন ফ্লোরের রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। হঠাৎ পরিদর্শনকালে তুলা ভবনের এমন চিত্র দেখতে পান বোর্ডের নির্বাহী পরিচালক। এ নিয়ে অফিসে উপস্থিত ও কর্মস্থল ত্যাগ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। নির্ধারিত কারণ ছাড়া অফিসে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ওই নোটিশে।

রোববার (২৩ জুলাই) তুলা উন্নয়ন বোর্ডের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, গত ২০ জুলাই বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত সময়ে  “তুলা ভবন” এর বিভিন্ন ফ্লোর ও কক্ষ পরিদর্শনকালে ভবনের ৫ম তলায় অবস্থিত তুলা উন্নয়ন বোর্ড, আঞ্চলিক কার্যালয়, ঢাকার প্রতিটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। এছাড়া সদর দপ্তরের লাইব্রেরিসহ কয়েকটি রুমে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পাওয়া যায়নি, যা সরকারি চাকরি বিধি ও শৃঙ্খলা পরিপন্থী। 

এ অবস্থায়, সরকারি চাকরি বিধি ও অফিসের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তুলা ভবনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) অফিসে অবস্থান করে স্ব স্ব কার্যাদি সম্পাদনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারী যথাসময়ে অফিসে উপস্থিত হতে ব্যর্থ হলে বা নির্ধারিত সময়ের পূর্বে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সকল কার্যালয় প্রধান ও শাখা প্রধানকে তার অধীনস্থ সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

 


এমআইসি