নির্বাচনে শিক্ষিত প্রার্থীর সংখ্যা কমে যাচ্ছে : সুজন

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২০, ০৩:০২ পিএম

ঢাকা : ‘নির্বাচনে দিন দিন শিক্ষিত প্রার্থীর সংখ্যা কমে যাচ্ছে।’ ব্যবসায়ী নির্ভর রাজনীতি হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে বলে মনে করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচনে দিন দিন শিক্ষিত প্রার্থীর সংখ্যা কমে যাচ্ছে। নিয়ম অনুযায়ী মেয়র প্রার্থীদের দলীয় সমর্থন দিলেও কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে তার কোনো সুযোগ নেই। তারপরও কাউন্সিলরদের সমর্থন দেয়া হয়েছে।  তাছাড়া ব্যবসায়ী নির্ভর হচ্ছে রাজনীতি। সব মিলিয়ে অবনতি ঘটেছে রাজনীতির।’

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে “প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য বিশ্লেষন এবং অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে সুজন” শীর্ষক এক প্রোগ্রামে এসব কথা বলেন তিনি।

সুজন সম্পাদক বলেন, ‘ভোটাররা কাকে ভোট দিবে এই বিষয়টি সুস্পষ্ট থাকা প্রয়োজন। তার জন্য প্রার্থীদের সকল তথ্য ভোটারদের সামনে তুলে ধরতে হবে। যাতে করে ভোটাররা জেনে-বুঝে ভোট দিতে পারে। নইলে ভোটাররা অন্ধভাবে ভোট দিবে।’

এছাড়া হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তথ্য দিতে বাধ্য থাকলেও কেউই তোয়াক্কা করছে না। প্রার্থীরা তথ্য দিচ্ছে না আর এই বিষয়ে নিরব ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন ইসি।

ইভিএম নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ইভিএম এ ২৫ শতাংশ ভোট রিটার্নিং অফিসারের আয়েত্বে থাকে যা ভোটরের অনুপস্থিতের সুযোগ গ্রহন করতে পারে। এতে আবার অডিটের সুযোগ নেই।

নির্বাচনের পরে রাজধানীর ব্যানার ও পোস্টার অপসারণের বিষয়ে তিনি  বলেন, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রার্থী নির্বাচনের পরে তাদের নিজ নিজ খরচে ব্যানার-পোস্টার অপসারন করতে হবে। তার জন্য এবার ইসিকে কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

আগামীনিউজ/ডিএম/এস