ঢাকাঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনী।
সোমবার (৩ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌবাহিনীর জাহাজ ডলফিন বরিশাল থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝালকাঠিতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটে। জাহাজটি থেকে ছোট ট্যাংকারে তেল স্থানান্তরের সময় এই বিস্ফোরণের পরপর পাশে থাকা সাগর নন্দিনী-৪ জাহাজেও বিস্ফোরণ ঘটে। এতে নয় পুলিশসহ ১১ জন আহত হয়েছেন।
বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
সাগর নন্দিনী-২ জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেল (পেট্রল ও ডিজেল) ছিল। সেখান থেকে সাত লাখ লিটার পেট্রোল পদ্মা অয়েল কোম্পানিতে স্থানান্তর করা হয়েছে। মৃদুলা-৫ এবং সেভেন সিমাক-২ জাহাজের মাধ্যমে ছয় লাখ ৭৫ হাজার লিটার ডিজেল স্থানান্তর করে পদ্মা ডিপোতে সরবরাহ করা হয়েছে বলে জানায় ডিপো কর্তৃপক্ষ। এরপর সাগর নন্দিনী-২ জাহাজ থেকে চার লাখ পেট্রোল অপসারণের সময় হঠাৎ আগুন লেগে যায়। পরে আস্তে আস্তে পাশে থাকা জাহাজটিতে আগুন লেগে যায়।
এর আগে, গত শনিবার (১ জুলাই) দুপুরে সাগর নন্দিনী-২ তেলবাহী জাহাজে বিস্ফোরণে মাস্টার ব্রিজ ও স্টাফ কেবিনসহ পেছনের ইঞ্জিন রুমের উপরিভাগ নদীতে ডুবে যায়। সুগন্ধা নদীতে এ ঘটনায় পাঁচজন আহত ও চারজন নিখোঁজ ছিলেন। সেই চারজনের লাশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
বুইউ