৫ সিটি, পৌরসভা ও উপজেলায় নির্বাচন : সংশ্লিষ্ট এলাকায় ছুটি

নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০২৩, ০৮:৫১ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, ২টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভা) সাধারণ নির্বাচন এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন আগামী ১২ জুন (সোমবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনযায়ী খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, ২টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভা) সাধারণ নির্বাচন এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ১২ জুন সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এমআইসি