ঢাকাঃ জনবহুল শহর ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮টা ৯ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২১৮, যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
এ তালিকায় ২১৭ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় থাইল্যান্ডের কাওশিউং। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।
একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং সূচক ৩০১ থেকে ৫০০ ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করা হয়। এ সময় স্বাস্থ্য সতর্কতাসহ প্রত্যেক নগরবাসীর জন্য জরুরি পরিস্থিতি বিবেচনা করা হয়।
শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ভালো ও ৫১-১০০ স্কোর হলে স্বাস্থ্যকর বলে উল্লেখ করা হয়ে থাকে।
সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রতিদিনের বাতাসের মান নিয়ে প্রতিবেদন তৈরি করে। একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে বিষয়ে তথ্য দেয়। তাদের স্বাস্থ্যঝুঁকির অবস্থা সম্পর্কে জানায়, সচেতন করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে, যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এক চিত্র অনেকটা পাল্টে যায়। সকাল সাড়ে ১০টায় আবার ৩১১ স্কোর নিয়ে ভারতের দিল্লি প্রথম, ২৩৪ নিয়ে চীনের উহান দ্বিতীয়, ২৩২ নিয়ে ঢাকা তৃতীয় স্থানে চলে আসে।
এর আগে ৬ জানুয়ারি ২০৪ স্কোর নিয়ে ঢাকা ছিল দ্বিতীয় স্থানে। ২৪১ স্কোর নিয়ে দিল্লি প্রথম ও ১৯৮ স্কোরে মেসিডোনিয়া ছিল তৃতীয় স্থানে।
বুইউ