পাটুয়াটুলিতে ঘড়ি কারখানায় আগুন, দগ্ধ এক

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২০, ০৬:৫৫ পিএম

ঢাকা : রাজধানীর কোতোয়ালি থানাধীন পাটুয়াটুলি এলাকায় একটি ঘড়ি তৈরি কারখানায় আগুন লেগে কাজল আক্তার (২০) নামের এক নারী শ্রমিক দগ্ধ হয়েছে। 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে ।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটিতে ভর্তি করা হয়েছে। 

কারখানার মালিক রতন চন্দ্র পাল জানান, পাটুয়াটুলী নুরুল হক টাওয়ারে ৬ষ্ঠ তলার একটি ঘড়ি তৈরির কারখানায় ফিটিংস এর কাজ করছিল কাজল। সেখানে হঠাৎ আগুন লেগে সে দগ্ধ হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। 

অগ্নিদগ্ধ কাজল আক্তার গেন্ডারিয়া মোকলেসের বাড়ীতে ভাড়া থাকেন। তার স্বামীর  নাম  রুবেল শেখ। 

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, তার শরীরের ৬৫শতাংশ পড়ে গেছে। দগ্ধ কাজল আক্তারকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার অবস্থা  আশঙ্কাজনক। 

আগামীনিউজ/কাএ/এস