ভোটের নিরাপত্তায় আনসারের ৫ হাজার শর্টগান, ৫০ হাজার গুলি

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২০, ০৩:৫৮ পিএম

ঢাকা : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অন্য সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন আনসারের জেলা কমান্ডেন্ট আফজাল হোসেন।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভোটের নিরাপত্তা রক্ষায় দুই সিটির প্রায় আড়াই হাজার ভোট কেন্দ্রে আনসার বাহিনীর জন্য ৫ হাজার শর্টগান ও ৫০ হাজার কার্টিস ইস্যু করা হবে।’

আফজাল হোসেন বলেন, ‘এর আগের সিটি নির্বাচনে প্রতিকেন্দ্রে ১৪ জন করে আনসার বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন। তবে এবার কত আনসার নিয়োগ করা হবে সেই বিষয়ে জানা নেই।’ তবে আগে ভাগে জানালে প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে জানান তিনি।

আগামীনিউজ/এমএস/এস